Skip to main content

Posts

Featured

সভাপতি গালিগালাজ, স্কুল রেখে নিয়োগে তদবির করতে ঢাকায় প্রধান শিক্ষক

  এনটিআরসিএ তে নিয়োগ তদবির  সভাপতি মহোদয় এর গালিগালাজ  ডিজিটাল ক্লাস তৈরির জন্য ট্রাস্টের গাছের ছবি তুলতে প্রথমে ইব্রাহিম খলিল স্যার বাধা দেয়, পরে প্রাক্তন চেয়ারম্যান হারুন অর রশিদ নিষেধ দেয়, সর্বশেষ সভাপতিও না করে। পিবিজিএসআই কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষক মনোনয়ন দিতে কালক্ষেপণ ও তা পরের বছর দিতে বলে প্রধান শিক্ষক মহোদয়, তাড়াইল উপজেলা শিক্ষা অফিস থেকে সুপারভাইজার রিফাত শারমিন ম্যাডাম তাগিদ দিলেও প্রধান শিক্ষক মহোদয় তা পাঠাতে অস্বীকার করেন।  অত:পর ১৪/০৪/২০২৫ এ না পাঠিয়ে ০৪/০৫/২০২৫ এর বিকেলে স্বাক্ষর করেন প্রধান শিক্ষক মহোদয়।  ০৫/০৫/২০২৫ দুপুরে উপজেলা থেকে ঢাকায় পাঠানোর শেষ তারিখ এবং এর পুর্বেই কমিটির সকল কার্যক্রম সম্পন্ন হয়ে যায়। ১২/০৪/২০২৫ শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হওয়ার কথা। কিন্তু সকাল পর্যন্ত কেউ জানেনা যে খেলা হবেনা। প্রধান শিক্ষক মহোদয় শুধু একাই জানেন।

Latest posts

Kanta laga song

লিচু বাগান -সেরা গান

Beat it - Michael Jackson song

উমেদ আলী ভুইয়া উচ্চ বিদ্যালয়, নিয়োগে বানিজ্য

divara song english lyric